আকাশ ফুঁড়ে উড়ে বেড়াচ্ছিল রুশ সেনার (Russia Ukraine) হেলিকপ্টার (Helicopter)। যে কোনও মুহূর্তে তা থেকে গোলাবর্ষণ হতেই পারত, যেতেই পারত আরও কোনও নিরীহের প্রাণ। কিন্তু রাশিয়ার সেই উড়ন্ত হেলিকপ্টারকে মিসাইল (Missile) ছুড়ে নামিয়ে দিল ইউক্রেনের সেনা। সেই ভিডিও টুইটারে শেয়ার করল ইউক্রেনের (War) সরকারই।
ইউক্রেনের মাটিতে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে রাশিয়াকে। ঠিকমতো খাবার, পরিবহণের সুবিধা কিছুই মিলছে না। তাছাড়া রুশ সেনা ইউক্রেনের নিরীহ মানুষদের এভাবে বিনা প্ররোচনায় খুন করা মন থেকে মেনেও নিতে পারছে না বলে খবর। মন থেকে রক্তক্ষয়ী এই যুদ্ধ তাঁরাও চাইছে না। এসব বিবেচনা করে কেউ কেউ বলছেন, রাশিয়ার সেনাবাহিনীর পতন নিশ্চিত। এখন দেখার যুদ্ধের জল আর কতদূর গড়ায়।
Post A Comment:
0 comments so far,add yours