ভারতের ‘মিনি ব্রাজিল’, মারাদোনা-মেসি; ফুটবল বন্দনায় প্রধানমন্ত্রী মোদী
গুজরাট হিংসার পিছনে কী কারণ? মুখ খুললেন মোদী
সমস্যায় পড়লে কী করা দরকার? যুব সমাজকে বড় পরামর্শ মোদীর
ট্রাম্পের সঙ্গে এত ভাল সম্পর্কের রসায়ন কী? ‘আমেরিকা প্রথম’ নীতি নিয়েও মুখ খুললেন মোদী
সাদা মনে কাদা নেই’, সুদীপের ‘অসুস্থতা’ নিয়ে বললেন কুণাল, জবাব দিলেন নয়না
ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করার মরিয়া চেষ্টা চালাচ্ছে রাশিয়া। টানা সাতদিন ধরে যুদ্ধ করলেও এখনো কিয়েভের কাছে পৌঁছাতে পারেনি রুশ সেনারা। তবে বুধবার ফেসবুকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রুশ সেনারা কিয়েভের কাছে চলে আসছে। এ ব্যাপারে মেয়র বলেন, রাশিয়ার সেনারা ধীরে ধীরে কিয়েভের কাছে জড়ো হচ্ছেন।আমরাও প্রস্তুতি নিচ্ছি, কিয়েভকে রক্ষা করব। তবে তিনি কিয়েভের সাধারণ জনগনকে কার্ফিউ মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন। তাদের অনুরোধ করেছেন যেন প্রয়োজন ছাড়া কেউ বাইরে না যান।
Post A Comment:
0 comments so far,add yours