বেঙ্গালুরুতে বাঙালি নার্সকে 'গণধর্ষণ'। ৪ সাতারুকে গ্রেফতার করল পুলিস। ধৃতদের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
জানা গিয়েছে, এ রাজ্যেই নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন। বেঙ্গালুরুতে একটি বেসরকারি নার্সিংহোমে চাকরি করতেন নির্যাতিতা।অভিযুক্তদের মধ্যে একজন ছিল তাঁর পূর্ব পরিচিত। ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ হয়েছিল।নির্যাতিতার দাবি, ২৪ মার্চ তাঁকে নিজের ফ্ল্য়াটে দুপুরে খাবার নিমন্ত্রণ করে ওই যুবক। ওই ফ্ল্যাটেই থাকত অভিযুক্তের আরও ৩ বন্ধু। ৪ মিলে ওই তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। পরের দিনে নির্যাতিতাকে উদ্ধার করে তাঁর এক বন্ধু। সেদিনই অভিযোগ দায়ের করা হয় স্থানীয় সঞ্জয়নগর থানায়। শেষপর্যন্ত বেঙ্গালুরু শহরের বিভিন্ন জায়গায় থেকে ৪ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। অভিযুক্তেরা সকলেই দিল্লির বাসিন্দা। সাঁতারের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে তারা বেঙ্গালুরুতে এসেছিল বলে জানা গিয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours