ট্রাম্প কার্ডে’ বাংলাদেশ ভাতে মরলেও পাতে মরবে কি ভারত?
ক্রিমিনাল কেস করলেই ওরা সব বলে দেবে: জহর সরকার
ওয়াকফের আঁচ! পার্ক সার্কাসে পথে নামল হাজার-হাজার মুসলিম
কারও নাম ‘স্কোয়ারফুট’, কারও নাম ‘তোলা’! তৃণমূল আমলে নেতাদের রমরমা দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে জহর সরকারের
২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পরেরদিনই আচমকা বৈঠকে ৩ ‘হেভিওয়েট’
শ্রীনগর, ৫ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি এসইউভি গাড়ি। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, গুরুতর আহত হয়েছেন ওই গাড়িতে থাকা ষষ্ঠ যাত্রী। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সাম্বা জেলার মানসার এলাকায়। সাম্বার স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, শনিবার সকালে জে কে ০১ ইউ-২২৩৩ নম্বরের একটি গাড়ি পঞ্জাব থেকে শ্রীনগর অভিমুখে যাচ্ছিল।মানসার এলাকার জামোদার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। এদিন সকালেই সাম্বা থেকে ছেড়েছিল গাড়িটি। কিছুটা পথ যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ও গাড়িটি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জন যাত্রীর ও একজন গুরুতর আহত হয়েছেন। পাহাড়ের অনেক নীচে পড়ে যাওয়ায় গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়।
Post A Comment:
0 comments so far,add yours