কেলেঙ্কারি কাণ্ড! গ্রুপ চ্যাট থেকে ফাঁস হামলার পরিকল্পনা, কোথায় মুখ লুকোবেন ট্রাম্প?
রাতারাতি ‘ভিলেন’! ট্রাম্পের জন্যই হুড়মুড়িয়ে পড়ছে TATA-র এই শেয়ার
‘গদি ছাড়ুন না হলে সেনা নিজের হাতে ক্ষমতা তুলে নেবে’, সেনাপ্রধানকে চিঠি পাঠিয়ে ‘আল্টিমেটাম’ অন্যান্য কর্তাদের
ইউনূসকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর, মনে করালেন ভুলতে বসা ‘মুক্তিযুদ্ধে’র কথা
সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর শোনাল সুপ্রিম কোর্ট
দক্ষিণ 24 পরগনা, 22 মার্চ : আবারও বাঘের আতঙ্ক সুন্দরবনের দক্ষিণ কাশিয়াবাদে ।গ্রামের কয়েকজন মহিলা মঙ্গলবার সকালে নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘ দেখতে পান বলে জানা গিয়েছে । গোবদিয়া নদীর তীরে বাতাকাটি জঙ্গল থেকে বাঘটি বেরিয়েছে বলে মনে করা হচ্ছে (Tiger Comes Out in South Kashiabad of Sundarbans) । এই খবর চাউর হতেই বাঘের আতঙ্ক ছড়ায় দক্ষিণ কাশিয়াবাদ গ্রামে । খবর দেওয়া হয় ঢোলাহাট থানা ও বন দফতরকে । পুলিশ মাইকিং করে দক্ষিণ কাশিয়াবাদ ও আশেপাশের গ্রামের বাসিন্দাদের সতর্ক করছে । বাঘের খোঁজে বনকর্মীরা তল্লাশি শুরু করেছেন ।
স্থানীয় সূত্রে খবর, স্থানীয় কয়েকজন মহিলা সকালে নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন । তাঁদের মধ্যে কবিতা বর নামে এক মহিলা নদী থেকে উঠে আসার সময় জঙ্গলের ভিতরে একটি বিশালাকৃতির প্রাণী দেখতে পান । কবিতা বরের কথায় সেটি বাঘ ছিল । তিনি সেখানে চিত্কার করে ওঠেন এবং নদীর পাড়ে জ্ঞান হারিয়ে পড়ে যান । তাঁর চিত্কার শুনে বাকিরা সেখানে যান । তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । জ্ঞান ফিরলে তিনি জানান, জঙ্গলের ভিতরে বাঘ দেখতে পেয়েছিলেন ।
সম্পূর্ণ তথ্য - ETV bharat বাঙ্গালি
Post A Comment:
0 comments so far,add yours