রামপুরহাট-কাণ্ড নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। এর মধ্যেই নদিয়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চলল (Nadia Shootout)। ভরা বাজারে তৃণমূল নেতার মাথায় গুলি করে পালাল দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে নদিয়ার হাঁসখালির মুড়াগাছা বাজারে।গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম সহদেব মণ্ডল। তাঁর স্ত্রী অনিমা স্থানীয় বগুলা ২ নম্বর পঞ্চায়েতে সদস্যা। জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ কাজ সেরে বাড়ি ফিরছিলেন সহদেব। মুড়াগাছা বাজারের কাছাকাছি আসার পরেই তাঁকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী। সহদেবকে লক্ষ্য করে পর পর গুলি চলে বলে জানিয়েছেন স্থানীয়রা (Nadia Shootout)। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। এলাকাবাসীরা বলছেন, সহদেবের মাথায় গুলি করা হয়েছে। তাই তাঁর অবস্থা আশঙ্কাজনক। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাঁকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার একটি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাতের দিকে তাঁকে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথার ভেতর রক্তক্ষরণ হচ্ছিল সহদেবের। তাঁর অবস্থা সঙ্কটজনক। সহদেবের স্ত্রী অনিমা জানিয়েছেন, স্বামীর অবস্থা এতটাই গুরুতর ছিল যে তাঁকে প্রথমে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়েছিল। পরে রাতের দিকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। বগুলা অঞ্চল তৃণমূলের সভাপতি শিশির রায়ের বক্তব্য, বিজেপির লোকজনই গুলি (Nadia Shootout) চালিয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কারা জড়িত তা খুঁজে বের করা হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours