আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক। আর তার জেরেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। এমনকী সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে প্রেমিককে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান হওয়ায় অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা!এমন অভিযোগ তুলে অভিযুক্ত প্রেমিকের বাড়ির সামনে বিক্ষোভ মৃত ছাত্রীর পরিবারের সদস্যদের। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ছয়ঘড়িয়া ফুলতলা এলাকায়।
অভিযুক্ত প্রেমিক সুরজ বিশ্বাস
বনগাঁ ছয়ঘড়িয়া ফুলতলা এলাকায় মামার বাড়িতেই থাকত ছাত্রী রিয়া দাস। সম্প্রতি কৃষ্ণনগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে মা ও বোনের সাথে থাকতে শুরু করে। শনিবার সেখানেই আত্মহত্যা করে রিয়া। ঘটনায় অভিযোগ উঠেছে ছয়ঘরিয়া ফুলতলা এলাকার যুবক সুরজ বিশ্বাসের বিরুদ্ধে। মৃত রিয়ার কাকা সঞ্জয় দাস বলেন, দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে রিয়া। এরপর সুরজকে বিয়ের কথা বলতেই অস্বীকার করে সুরজ। মৃতার কাকার আরও অভিযোগ, এদিন দুর্ঘটনার কথা সুরজের বাবাকে জানালে তিনি বিষয়টি মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেন। জানান বাড়িতে ছোট ছেলের বিয়ে তাই দিন পাঁচেক পরে বিষয়টি নিয়ে আলোচনা করে মিটমাট করবেন।
রবিবার রাতে রিয়ার মৃতদেহ নিয়ে সুরজের বাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের সদস্যরা। এ বিষয়ে রিয়ার দিদি সুদীপা দাস বলেন, বোন আত্মহত্যা করার আগেও সুরজকে ফোন করেছিল। ও গুরুত্ব দেয়নি। আমরা ওর শাস্তি দাবি করছি। বোনের মৃত্যুর আগে ফেসবুকে মৃত্যুর কারণ লিখে গেছে বলে দাবি করেন দিদি সুদীপা। আর এই ঘটনার খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। মৃতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে মৃতদেহ সত্কারের ব্যবস্থা করে পুলিশ।
সোমনাথ মজুমদার, বনগাঁ, ইন্ডিয়া নিউজ বাংলা
Post A Comment:
0 comments so far,add yours