বড়সড় নাশকতার ছক বানচাল। মধ্য়প্রদেশের ভোপাল থেকে রবিবার জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হল ৬ জনকে। ধৃত ওই ৬ জন আগামিদিনে ভোপালে খুব বড়সড় নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের পারথিক অনুমান। তাদের কাছ থেকে বিস্ফোরক, ল্যাপটপ, সাম্প্রদায়িক বইয়ের মতো একাধিক গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার হয়েছে বলে খবর।পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ভোপালের করন্দ ও আইশবাগ এই দুই এলাকা থেকে ওই ৬ জনকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। ওই এলাকায় যে এমন কয়েকজন সন্দেহভাজন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে সেটা আগেই গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ। সেই খবরের ওপর ভিত্তি করেই পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যৌথভাবে ওই এলাকায় শনিবার রাত থেকে সন্ধান অভিযান চালাচ্ছিল। জানা যাচ্ছে, যে বাড়ি দুটি থেকে ওই ৬ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে সেটি স্থানীয় পুলিশ স্টেশনের খুব কাছে।
সূত্রের খবর, গত তিন মাস ধরে ওই ৬ জন ব্যক্তি বাড়ি ভাড়া করে ওই এলাকায় আস্তানা গেড়েছিল। তবে বাড়ি ভাড়ার কোনও চুক্তি বা পুলিশ ভেরিফিকেশন তাদের কাছে ছিল না। তবে জানা যাচ্ছে যে বাড়িটি ভাড়া নিয়ে তারা থাকছিল সেটা একটা বহুতল। তাদের প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায় ৬০ জন পুলিশ কর্মী ভোর ৩ টের সময়ে ওই ভবনের সামনে উপস্থিত হন এবং সন্দেহভাজন ওই ৬ জনকে গ্রেফতার করেন।
Post A Comment:
0 comments so far,add yours