ফের বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুটি লরি । মঙ্গলকোটের বকশি নগর গ্রামের কাছে রাস্তার উপর একটি ব্রেকডাউন হওয়া সিমেন্ট বোঝাই লরির পেছনে সজোরে ধাক্কা মারল অপর একটি লরি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন দুটি গাড়িতে থাকা চালক ও খালাসী (East Bardhaman News)।তবে ভেঙ্গে গিয়েছে রাস্তার ধারে থাকা বেশ কয়েকটি গাছ। জানা গিয়েছে, মঙ্গলকোটের বকশি নগর গ্রামের কাছে ব্রেক ডাউন হয়ে যায় গাড়িটি। গাড়িটি বর্ধমান থেকে নতুনহাট মুখে আসছিল। ঠিক একইভাবে বর্ধমান থেকে নতুন হাটের দিকে আসছিল আর একটি লরি। চালক বুঝতে না পেরে ওই সিমেন্ট বোঝাই লরির পেছনে সজোরে ধাক্কা মারে, এর ফলে বেশ কয়েকটি গাছ ভেঙ্গে নেমে যায় নয়ানজুলিতে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই (East Bardhaman News)।

স্থানীয় বাসিন্দারা বলেন, অল্পের জন্য বেঁচে গেছেন দুটি গাড়ি চালক ও খালাসী। বেশ কয়েকটি গাছ ভেঙ্গে গেছে । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লরি দুটিকে উদ্বার করে থানায় নিয়ে গেছে পুলিশ। সিমেন্ট বোঝাই লরিটির সামান্য ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।(East Bardhaman News) সিমেন্ট বোঝা ই গাড়ির চালক বলেন , তাঁর গাড়ি নয়ানজুলিতে নেমে গেছে, ফলে গাড়ির সামান্য ক্ষতি হয়েছে । গাড়ি সমস্যা করছিল তাই রাস্তার পাশে দাঁড় করানো ছিল। কিন্তু পিছন থেকে অন্য লরি এসে যে এভাবে ধাক্কা মারবে তিনি বুঝতে পারেননি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours