ফোন আসছে… ৯৯ শতাংশ ক্ষেত্রেই সেগুলো গুজব: জাভেদ শামিম
এখানে কি ক্ষমতা জাহির করতে প্রতিবাদ? করতে হলে দিল্লি যান’, নওশাদের ওয়াকফ প্রতিবাদ নিয়ে খোঁচা তৃণমূলের
আরও ‘ঝাঁঝ’ বাড়াচ্ছেন চাকরিহারারা, এবার নিলেন বিরাট সিদ্ধান্ত
নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর দাবি তুললেন শুভেন্দু
এবার ভাঙড়! রাস্তার উপরই আগুন লাগিয়ে দেওয়া হল পুলিশের বাইকে, পরপর ভাঙচুর গাড়ি
শ্রীনগরে সম্প্রতি এক এনকাউন্টারে দুজন জঙ্গির মৃত্যু হয় তাদের মধ্যে একজন ছিলেন প্রাক্তন সাংবাদিক, তার নাম রয়িস আহমেদ ভাট। ‘‘ভ্যালিনিউজ সার্ভিস” নামের একটি খবরের পোর্টাল চালাতেন তিনি। পুলিশ সূত্রের খবর, তিন বছর আগে আগস্ট মাসে জঙ্গী দলের নাম লেখান তিনি তার বিরুদ্ধে দুটি জঙ্গী কার্যকলাপের জন্য এফআইআর করা হয়েছিল, পুলিশের তালিকা তাকে ক্যাটাগরিতে রাখা হয়েছিল অন্যজন জঙ্গির নাম হিলাল আহমেদ রাহ। তিনি অনন্তনাগ জেলার বিজবেহারার বাসিন্দা। তাকেও পুলিশ ‘ সি ’ ক্যাটেগরিতে রাখা হয়েছিলো। এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীরা ৩০ টি এনকাউন্টার করেছেন ।
Post A Comment:
0 comments so far,add yours