গ্যাস সিলিন্ডারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। বরাত জোড়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এক পরিবার। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সজনাপাড়া এলাকায়।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ধূপগুড়ির সজনাপাড়া এলাকার বাসিন্দা গোপাল চক্রবর্তীর বাড়িতে প্রতিদিনের মতো রান্না করছিলেন তার স্ত্রী।সেই সময় আগুন লেগে যায় গ্যাস সিলিন্ডারে। সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারে, চিত্‍কার চেঁচামেচি জুড়ে দেন তারা।


এদিকে তাদের চিত্‍কারে শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। যদিও, ঘটনাস্থলে দমকলকর্মীরা আসার আগেই স্থানীয় বাসিন্দারা নিজেদের তত্‍পরতায় আগুন নিয়ন্ত্রণে আনে।


দমকল কর্মীদের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডারের ওভেন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours