ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে গত ৫ দিন আগে কনিকা মহন্ত এক মহিলার মৃত্যু হয়। ভিক্ষাবৃত্তি করেই জীবন যাপন করতেন তিনি। মহিলার মৃত্যুর পরে তাঁর ঘর খুঁজে পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী উদ্ধার করে অর্থ বোঝাই ট্রাঙ্ক।সেখানে প্রায় লক্ষাধিক টাকা রয়েছে বলে ধারণা সকলের। এই ঘটনায় এলাকায় যথেষ্টই চাঞ্চল্য সৃষ্টি হয়।
কনিকা মহন্তের সঙ্গে তার এক ভাই, আরেক বোন মনিকা দাস ও তার বৃদ্ধা মা থাকতেন। তার আরও এক ভাই ইসলামপুরেই অন্যত্র থাকেন। তিনি জানিয়েছেন, এই অর্থ লোকসমক্ষে গোনা হচ্ছে এবং সমস্ত টাকা বৃদ্ধা মায়ের নামে ব্যাঙ্কে রাখা থাকবে এবং তার যে বোন মারা গেছে তার শ্রাদ্ধ শান্তি করা হবে।
এলাকার বাসিন্দা হারাধন বাবু জানান, আমরা শুনতে পাই উনি মারা গেছেন গত ৫ দিন আগে। এলাকাবাসী আমরা সবাই মিলে এসে ঘর থেকে তিনটি ট্রাঙ্ক উদ্ধার করি এবং তার মধ্যে দেখতে পাই বেশ কিছু টাকা রয়েছে। সেগুলো সবার সামনে গোনা হচ্ছে। তিনটি ট্রাঙ্কের অর্থ মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকা হতে পারে বলে তিনি জানান।
Post A Comment:
0 comments so far,add yours