অন্তর্জাতিক কলকাতা বই মেলা চলছে।সেখানেই টহলরত পুলিশের নজরে পড়ে এক মহিলা একটি ব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছে। সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যে তিনি এই ব্যাগ ফেলে কোথায় যাচ্ছেন। কিন্তু তার সদুত্তর দিতে না পারায় পুলিশের সন্দেহ হয়। মহিলা পুলিশ নিয়ে এসে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালালে দেখা যায়, ব্যাগের মধ্যে অনেক মানি ব্যাগ উদ্ধার হয়। তার মধ্যে প্রচুর টাকা রয়েছে।

তখন পুলিশের সন্দেহ হওয়াতে বিধাননগর উত্তর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এতগুলো মানি পার্স তার কাছে কেন? তার সদুত্তর দিতে পারেনি। অবশেষে জিজ্ঞাসাবাদে পকেটমারির কথা স্বীকার করে নেন ওই মহিলা। পুলিশের দাবি, জেরায় ওই মহিলা জানান, বিভিন্ন মেলায় ,বড় হাইফাই অনুষ্ঠানে, জনবহুল জায়গায় ঘুরে ঘুরে কেপমারি করত। তার ব্যাগ থেকে প্রায় ৭৫ হাজার টাকা উদ্ধার হয়। কিন্তু পুলিশের হুশ উড়ে যায় যখন জানতে পারেন ইনি একজন বলিউড অভিনেত্রী রুপা দত্ত। তার কাছ থেকে যে ডাইরি উদ্ধার হয়েছে তাতে কবে কত টাকা উঠিয়েছে তার হিসাব রয়েছে।

হ্যাঁ, সিনেমার চিত্রনাট্যকে হার মানিয়ে এভাবেই শনিবার রাতে বিধাননগর বইমেলা থেকে গ্রেফতা হলেন অভিনেত্রী রুপা দত্ত। আজ ধৃত অভিনেত্রী কে বিধাননগর আদালতে তোলা হবে। বিষয়টি প্রকাশ্যে আসতই চাঞ্চল্য ছড়িয়েছে সব মহলে। কিন্তু কেন তিনি এমন কাজ করছেন সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি অভিনেত্রী রুপা দত্তের একটি বড় চক্র রয়েছে বলে অনুমান পুলিশের।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours