আবারও পথ দুর্ঘটনার কারণে শিরোনামে তমলুক (Tamluk Accident)। তমলুকে দুটি পৃথক দুর্ঘটনায় (Tamluk Accident) দু'জনের মৃত্যু হল রবিবার। পুলিশ সূত্রে খবর, ধারিন্দা সংলগ্ন নিমতৌড়ি রাস্তায় ১১.৫মিনিট নাগাদ ভোটের দায়িত্বে থাকা একটি পুলিশ গাড়ির ধাক্কায় তিন বাইক আরোহী জখম হন।হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাইক চালক সাগর সিংহের মৃত্যু হয়। মৃতের স্ত্রী ও ৩ বছরের কন্যা গুরুতর জখম অবস্থায় তমলুক জেলা হাসপাতালে চিকিত্‍সাধীন। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

একই দিনে তমলুকের রাধাবল্লভপুরে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর (Tamluk Accident)।

তমলুক থানার অন্তর্গত শ্রীরামপুর এলাকায় দিন দুয়েক আগেই পথ দুর্ঘটনার শিকার হয় শ্রীরামপুর এগ্রিকালচার হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। পথ দুর্ঘটনায় মারা যায় ওই ছাত্র। এছাড়াও এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। শ্রীরামপুর মেচেদা রাজ্য সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাছের গাড়ি ও ট্রাকের রেষারেষিতে দুর্ঘটনার কবলে পড়ে স্কুলের পথে সাইকেল নিয়ে যাওয়া দুই ছাত্র। দুর্ঘটনা স্থলেই মারা যায় নবম শ্রেণির ছাত্র রোহিত। এছাড়াও গুরুতর আহত হয়েছে ওই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। স্থানীয় বাসিন্দাদের মতে মাছের গাড়ি ও ট্রাক রেষারেষি সময় মাছের গাড়িতে ধাক্কা মারে সাইকেলে। সাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যায় রোহিত। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনাস্থল থেকে চম্পট দেয় মাছের গাড়ি। কিন্তু ট্রাকটিকে আটক করে স্থানীয় বাসিন্দারা। এরপর বাসিন্দারা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করে। তার রেশ কাটতে না কাটতেই এই ঘটনা।

বারবার কী কারণে একই এলাকায় দুর্ঘটনা হয়েই চলেছে,তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours