ভয়ঙ্কর ঘটনা ঘটছে ইউক্রেনে (Russia-Ukraine Conflict)। রাস্তায় রাস্তায় ঘুরছে চলন্ত শ্মশান (Russian mobile crematorium)। নিহত সেনাদের ট্রাকে তুলে চুল্লিতে পুড়িয়ে দিচ্ছে রাশিয়া (Russia-Ukraine war)। রুশ বাহিনীর কতজন যুদ্ধে প্রাণ হারাচ্ছে তার কোনও প্রমাণ না রাখার কৌশল পুতিন সরকারের।চলন্ত ট্রাকের মধ্যে যেমন রয়েছে যুদ্ধাস্ত্র, তেমনই তৈরি করে নেওয়া হয়েছে চুল্লি। রাস্তায় রাস্তায় ঘুরছে এমন ট্রাক। ক্ষতবিক্ষত রুশ সেনার নিথর দেহ দেখলেই ট্রাকে তুলে চুল্লিতে পুড়িয়ে দেওয়া হচ্ছে। সাঁজোয়া গাড়ি ছাড়াও এমন চলন্ত শ্মশান নিয়ে ইউক্রেনের রাস্তায় রাস্তায় ঘুরছে পুতিন বাহিনী। পশ্চিমী সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, চলমান শ্মশানের নানা ছবি ফুটে উঠেছে নেট মাধ্যমে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর গোড়া থেকেই নাকি সাঁজোয়া গাড়ির আড়ালে এমন চুল্লি সাজানো ট্রাক নেমেছিল ইউক্রেনের রাস্তায়। দাবি এমনও যে, রুশ সেনা শুধু নয় ইউক্রেনের সাধারণ মানুষজনের দেহও এই ট্রাকে ঢুকিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। কতটা নির্মম আক্রমণ হানছে রাশিয়া তা বিশ্বের কাছে গোপন রাখারই প্রচেষ্টা করছে পুতিন সরকার।গতকাল থেকে কিয়েভ ও খারকিভের ওপর ভয়ঙ্কর আঘাত হেনেছে রাশিয়া। কিয়েভে পর পর বিস্ফোরণ হচ্ছে, তেল ট্যাঙ্কারগুলো ধ্বংস করার চেষ্টা চলছে। খারকিভে গ্যাসের পাইপলাইন ফাটিয়ে দেওয়া হয়েছে। কিয়েভের রাস্তায় এখন মুখোমুখি রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনী। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে। ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে বাড়িঘর, উঁচু বিল্ডিং। রাস্তায় রাস্তায় এখন শ্মশানের স্তব্ধতা। পোড়া ছাই আর কংক্রিটের ধ্বংসাবশেষ। শনিবার ভারতীয় সময় দুপুর ২টো নাগাদ কিয়েভে ঢুকে পড়ে রুশ বাহিনী। তার পর থেকেই শুরু হয়েছে হামলা। প্রাণ দিয়েও দেশকে বাঁচাতে মরিয়া হয়ে লড়ছেন ইউক্রেনের জওয়ানরা। আগেই খবর পাওয়া গিয়েছিল, রাজধানীতে ঢোকার একটি নাকা পয়েন্ট ভ্যাসিলকিভে ইউক্রেনের জাতীয় পুলিশের ছদ্মবেশে পৌঁছে গিয়েছিল রাশিয়ার সেনা। সেখানে কর্তব্যরত ইউক্রেন সেনাদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। রাশিয়ার সেনার হাতে প্রাণ হারান নাকার দায়িত্বে থাকা ইউক্রেনের সেনা জওয়ানরা। এখন সেই পথ দিয়েই ঢুকছে রুশ বাহিনী। যুদ্ধ-ট্য়াঙ্কে ভরে গেছে কিয়েভের রাজপথ। পাল্টা প্রতিরোধের পাঁচিল গড়েছেন ইউক্রেনের জওয়ানরাও।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours