পৌরনির্বাচনের আগে শিলিগুড়িতে পুলিশের অভিযান (police raid noukaghat) । উদ্ধার বিপুল টাকা মূল্যের মাদক ও আগ্নেয়াস্ত্র (recover fire arms)। ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ির নৌকাঘাট এলাকায় । আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই নির্বাচনের আগে স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন এবং রুটমার্চ করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক ও পুলিশ ।শিলিগুড়ি, ১ ফেব্রুয়ারি: পৌরনির্বাচনের আগেই আগ্নেয়াস্ত্র উদ্ধার (recover fires arms) ঘিরে চাঞ্চল্য শিলিগুড়ির নৌকাঘাট এলাকায় । সোমবার রাতে শিলিগুড়ির নৌকাঘাট (police raid at noukaghat) এলাকার মহানন্দা নদী চর এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজিপি থানার পুলিশ । এই অভিযানেই শিলিগুড়ির ফুলেশ্বর এলাকার বাসিন্দা বরুণ দাস ওরফে লব ও পল্টু দত্ত নামে দু'জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্র খবর , ধৃতরা কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতেই মহানন্দা ব্রিজের কাছে জড়ো হয়েছিল । গোপন সূত্রে তা জানতে পেরেই অভিযান চালায় পুলিশ । ধৃতদের কাছ থেকে কাছ থেকে একটি দেশি পিস্তল ও দু'টি কার্তুজ উদ্ধার হয় (recover fire arms) । পৌরনির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই নড়েচড়ে বসে পুলিশ । স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন এবং রুটমার্চ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক ও পুলিশ।এদিনই শিলিগুড়ির বাগডোগরার পানিঘাটা মোড়ে অভিযান চালায় কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ । এই অভিযানে আবদুল রউফ বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । ধৃতের কাছে প্রায় 850 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে । ধৃত আবদুল মালদার কালিয়াচকের নারায়ণপুরের বাসিন্দা । শহরে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধারের মতো ঘটনার খবর পেতেই রুটমার্চে নামে নির্বাচন কমিশন। এদিন সকাল থেকে এনজেপির স্পর্শকাতর এলাকা ও ভোটগ্রহণ কেন্দ্রগুলি পরিদর্শনে যান মহকুমাশাসক তথা মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাতিল । পাশাপাশি উপস্থিত ছিলেন কমিশনারেটের এসিপি শুভেন্দ্র কুমার । তারা এনজেপি এলাকার একাধিক জায়গায় রুটমার্চ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন । শ্রীনিবাস ভেঙ্কটরাও পাতিল বলেন, "রুটমার্চ করা হচ্ছে । স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রগুলিও দেখা হচ্ছে । নিরাপত্তা ও পরিকাঠামোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
Home
Daily News
পৌরনির্বাচনের আগে শিলিগুড়িতে পুলিশের অভিযান (police raid noukaghat) । উদ্ধার বিপুল টাকা মূল্যের মাদক ও আগ্নেয়াস্ত্র (recover fire arms)।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours