সোনারপুরের সুভাসগ্রামে মা ও ছেলের রহস্য মৃত্যু ( Mysterious death)। বাড়ি থেকে দুজনের দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই তদন্তে সোনারপুর থানার পুলিশ (Police)।পুলিশ সূত্রে খবর, মা তপতী পুরকাইত ও ছেলে গৌতম পুরকাইতের মৃত্যুকালীন বয়েস হয়েছিল যথাক্রমে ৭০ এবং ৪২ বছর।জানা গিয়েছে, বাড়ির বৌ রাখী পুরকাইত মগরাহাটে বাপের বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠানে গিয়েছিলেন । গৌতমও গিয়েছিলেন। যদিও তিনি বুধবার চলে আসেন। শুক্রবার সকালে তাকে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে দেখে প্রতিবেশীরা। তাদের সঙ্গে কথাও হয়। দুপুরে ফোনে স্ত্রীর সাথেও কথা বলেন। ষ্টেশন থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে আসার কথাও বলেন। স্ত্রীই বারণ করেছিলেন। শুক্রবার সন্ধে সাতটা নাগাদ তিনি বাড়িতে এসে পৌঁছান। এরপরেই ঘটনার মোড় ঘোরে। এসে দেখেন ঘর অন্ধকার, গেটে তালা লাগানো। জানলা দিয়ে দেখার চেষ্টা করেন। কিছু বুঝতে না পেরে প্রতিবেশীদের ডাকেন।এরপর প্রতিবেশীদের সাহায্য নিয়ে দরজার তালা ভেঙে ভিতরে ঢোকেন তারা। ভেতরে ঢুকে দেখেন মর্মান্তিক দৃশ্য। ঘরের ডাইনিংয়ে পড়ে রয়েছে গৌতমের দেহ। আর একটি ঘরের বিছানায় রয়েছে তপতী পুরকাইতের দেহ। মুহূরর্ত দেরি না করে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ শনিবার পাঠানো হবে। জানা গিয়েছে, গৌতম শেয়ার মার্কেটে কাজ করত। তাঁদের বাড়িটিও তারা বিক্রি করে দেয়। সেই টাকা শেয়ারে খাটিয়ে ক্ষতির মুখোমুখি হন তাঁরা। আর্থিক অনটন চলছিল পরিবারে। তাঁর জেরেই মাকে মেরে গৌতম আত্মঘাতী কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদি ময়নাতদন্তের রিপোর্টেই জানা যাবে প্রকৃত কারণ।
বিস্তারিত আসছে... চোখ রাখুন কাকদ্বীপ.কমে সমপূর্ণ তথ্য সংগ্রহ - Asianet বাংলা /dailyhunt
Post A Comment:
0 comments so far,add yours