সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লোন পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তিকে আর্থিক প্রতারণার (Money Fraud) জন্য এক মহিলাকে গ্রেফতার করল পুরুলিয়া সাইবার ক্রাইম (Cyber Crime) থানার পুলিশ। ধৃত মহিলার নাম রুকসানা খাতুন। গতকাল বিকেলে তাকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজত দেন।

জানা গিয়েছে, কোটশিলা থানা এলাকার বাসিন্দা গুরুদাস কুমার গত অগাস্ট মাসে পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন যে, এক মহিলা তাঁকে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় স্বল্প সুদে ঋণ নেওয়ার জন্য ফোন করে। অভিযোগকারীর দাবি, ওই মহিলা তাঁকে জানায়, একটা একাউন্টে প্রথমে পঞ্চাশ হাজার টাকা জমা করতে হবে। এইভাবে ধাপে ধাপে তাঁর কাছ থেকে দুটি অ্যাকাউন্টে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা জমা করেও লোন পাননি গুরুদাস কুমার। তখনই তিনি সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। ওই মহিলার নামে অভিযোগ দায়ের করেন সাইবার ক্রাইম থানায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার ক্রাইম থানার আধিকারিকরা তদন্তে নেমে দেখেন যে, যে অ্যাকাউন্টগুলি এই প্রতারণার কাজে ব্যবহার করা হয়েছে, সেই অ্যাকাউন্ট হোল্ডারদের বাড়ি বিহার ও তামিলনাড়ুর বিভিন্ন এলাকায়। আধিকারিকরা একাধিকবার বিহারের ভগবানপুরের সেই অ্যাকাউন্ট হোল্ডারদের বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, অভিযুক্ত মহিলা মাঝেমধ্যেই পুরুলিয়া শহরে যাতায়াত করে। তদন্ত চালিয়ে গতকাল বিকেলে এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে। আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এমন ঘটনায় ফের প্রশ্নের মুখে নাগরিকের সাইবার সচেতনতা। পাশাপাশি সরকারি প্রকল্পের নামে বিভিন্ন সময়ে যেভাবে প্রতারণার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে, তা নিয়েও চিন্তায় প্রশাসন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours