প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : জি আর পি তে চাকরী দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে সিভিক ভলেন্টিয়ার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর তদন্তকেন্দ্র নলপুর বেটিয়ারী এলাকায়। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিস গ্রেপ্তার করেছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সুভাষচন্দ্র প্রামাণিককে।বৃহস্পতিবার তাকে তোলা হয় হাওড়া আদালতে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক শালিমার জিআরপিতে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত। সাঁকরাইল এর নলপুর বেটিয়াড়ি এলাকার বাসিন্দা সে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সে নিজেকে এলাকায় জিআরপির স্টাফ বলে পরিচয় দিত। সেই সুযোগকে কাজে লাগিয়ে এই এলাকার বিভিন্ন লোকের থেকে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেয়। যদিও দিনের পর দিন কাটলেও কাউকে চাকরি দিতে পারেনি সে। এরপরই সুমিত সরকার নামে এক প্রতারিত ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করে মানিকপুর তদন্তকেন্দ্রে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় সুভাষচন্দ্রকে। জানা গিয়েছে, চাকরি দেওয়ার নামে সমীর বাবুর থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং সব মিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ধৃতকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে আর কোথায় কোথায় থেকে টাকা তুলেছে সে। হাওড়া ব্যাঙ্কশাল কোর্টে হাজির করালে মহামান্য বিচারপতি তিনদিনের PCনির্দেশ দেন ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours