উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ধৃত ২৫ বছরের যুবক। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়নগর থানার রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের করাবেগ গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, সোনারপুর থানার সুভাষ গ্রামের ১ নম্বর নতুনপল্লির পবিত্র হালদার নামে এক যুবক বেশ কয়েকবছর ধরে মামার বাড়ি করাবেগ গ্রামে থাকে।সে কলকাতার ঢাকুরিয়ায় রিকশা চালায়।


মঙ্গলবার রাতে মামার বাড়ির কাছেই প্রতিবেশী ৭৫ বছর বয়সি এক বৃদ্ধা, সম্পর্কে দিদিমার বাড়িতে যায় কোনো এক কাজ নিয়ে। সে সময় বাড়িতে নিজের কাজে ব্যস্ত ছিলেন বৃদ্ধা। যুবক বলপ্রয়োগ করে তাঁকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।


বৃদ্ধার চিত্‍কারে আশেপাশের মানুষ এসে যুবককে আটকে রেখে পুলিশকে খবর দেয়। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে জয়নগর থানার পুলিশ।


বুধবার ধৃত যুবককে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ঘটনায় প্রকাশ, মদ্যপ অবস্থায় ছিল যুবক। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালাতে চায় জয়নগর থানার পুলিশ। নির্যাতিতা বৃদ্ধাকে এ দিন বারুইপুর মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হয়। অভিযুক্তের কঠোর শাস্তি চেয়েছে তাঁর পরিবার।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours