করোনার ভ্রূকুটি কাটিয়ে উঠে ফের স্কুল কলেজ খুলে গেছে বাংলায়। বড়রাই শুধু নয়, বহুদিন পর স্কুলে যাচ্ছে ছোটরাও। প্রাথমিক, উচ্চ প্রাথমিক সব ক্লাস আবার আগের মতো শুরু হয়েছে অফলাইনে। এই পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কীভাবে হবে, তা নিয়ে আলোচনা হবে মঙ্গলবার।

মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে বৈঠক ডেকেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানেই এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আলোচনা হবে। করোনার প্রকোপ কমলেও তা এখনও পুরোপুরি নির্মূল হয়নি। এই পরিস্থিতিতে এবছরের বোর্ডের পরীক্ষা অফলাইন না অনলাইন কীভাবে হবে তা এখনও ঘোষণা করেনি রাজ্য। এখন দেখার মঙ্গলবারের বৈঠকে কী সিদ্ধান্ত হয়। রাজ্য সরকারের তরফে এই দুই পরীক্ষা নিয়ে কিছু ঘোষণা করা হয় কিনা। যদিও শিক্ষা দফতর সূত্রে খবর, এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে অফলাইনেই। অর্থাত্‍ স্কুলে বসেই হবে পরীক্ষা।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours