মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা শহরে, সোজা পুলিশ কিয়স্কে ঢুকে গেল ডাম্পার
সোমের অন্ধকার চিরে মাথা তুলল শেয়ার বাজার, বিনিয়োগকারীদের জোগাল ‘ঘুরে দাঁড়ানোর’ আশা
প্রতিদিন কেমো নিয়ে শরীর ঝিমঝিম করে, ‘স্বেচ্ছাশ্রম’ নয়, মমতার কাছে ‘স্বেচ্ছামৃত্যু’র আবেদন করতে চান চাকরিহারা শিক্ষক
ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্বর্ণপদক পেয়েছিলেন, চাকরিহারা শিক্ষিকার আশঙ্কা, ‘রাজনীতির গভীর জালে ফেঁসে যাচ্ছি না তো!’
হার্ডডিস্কের মধ্যেই লুকিয়ে আসল ‘প্রাণ ভ্রমরা’? বারবার বলছেন অভিজিৎ
উত্তর ২৪ পরগনা: পুরভোটের উত্তেজনার মধ্যেই বড় সাফল্য হাবড়া পুলিশের। আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে অস্ত্র বিক্রেতা। ধৃতের নাম সঞ্জয় বিশ্বাস ওরফে বুড়ো, বয়স ৩০ বছর। ধৃতের বাড়ি হাবড়া কামারথুবা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পুলিশ টহল দেওয়ার সময় হাবড়া জয়গাছি রথতলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন সঞ্জয় বিশ্বাসকে।তাকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পুলিশি জেরায় অভিযুক্ত স্বীকার করেছে, সে আগ্নেয়াস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে রথতলা এলাকায় এসেছিল।
এরপরেই পুলিশ তাকে গ্রেফতার করে এবং বুধবার দুপুরে ধৃতকে বারাসত আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল এবং আগেও একাধিকবার গ্রেফতার হয়ে জেল খেটেছে। তবে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, আর কে বা কারা এটি কিনতে যোগাযোগ করেছে, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে হাবড়া থানা পুলিশ।
PRESS CARD NEWS / DAILYHUNT
Post A Comment:
0 comments so far,add yours