বারাকপুরের আনন্দপল্লির বাসিন্দা ওই তরুণীর কাছে গত ১ জানুয়ারি হোয়াটসঅ্যাপে একটি লিংক আসে।সেটিকে ক্লিক করার পর থেকেই বিপদের সূত্রপাত। অভিযোগ, তার পর থেকেই তিনি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছেন বলে একের পর এক ফোন আসতে থাকে। এমনকী ফোনে তাঁকে অকথ্য গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এর পর তাঁর আত্মীয়দের কাছে ফোন করা শুরু করে দুষ্কৃতীরা। তরুণী ঋণ নিয়ে তা মেটাচ্ছেন না বলে জানায় তাদের। এমনকী ফটোশপে বানানো তরুণীর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তরুণী টিটাগড় থানার দ্বারস্থ হলে পুলিশকর্মীরা তাঁকে বারাকপুর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হতে বলেন। এর পর সেখানে অভিযোগ দায়ের করেন তিনি। তরুণীর দাবি, কোনও ঋণ নেননি তিনি।আক্রান্ত তরুণী জানিয়েছেন, ছোট্ট একটি ভুলের কারণে তাঁকে মানসিক নির্যাতন সইতে হচ্ছে। অন্যদের এব্যাপারে সতর্ক থাকতে বলেন তিনি। সঙ্গে পুলিশি তত্পরতায় সন্তোষ প্রকাশ করেছেন আক্রান্ত।
সোশ্যাল মিডিয়ায় তরুণীর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ উঠল বারাকপুরে। বেসরকারি সংস্থায় কর্মরত ওই তরুণী বারাকপুর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন। আতঙ্কে থাকলেও নিজের ঘটনা প্রকাশ্যে এনে অন্যদের সতর্ক হতে অনুরোধ করেছেন তিনি।
Post A Comment:
0 comments so far,add yours