মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা শহরে, সোজা পুলিশ কিয়স্কে ঢুকে গেল ডাম্পার
সোমের অন্ধকার চিরে মাথা তুলল শেয়ার বাজার, বিনিয়োগকারীদের জোগাল ‘ঘুরে দাঁড়ানোর’ আশা
প্রতিদিন কেমো নিয়ে শরীর ঝিমঝিম করে, ‘স্বেচ্ছাশ্রম’ নয়, মমতার কাছে ‘স্বেচ্ছামৃত্যু’র আবেদন করতে চান চাকরিহারা শিক্ষক
ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্বর্ণপদক পেয়েছিলেন, চাকরিহারা শিক্ষিকার আশঙ্কা, ‘রাজনীতির গভীর জালে ফেঁসে যাচ্ছি না তো!’
হার্ডডিস্কের মধ্যেই লুকিয়ে আসল ‘প্রাণ ভ্রমরা’? বারবার বলছেন অভিজিৎ
মানিকচক এলাকয় ঘরের ভিতর থেকে এক সিভিক ভলেন্টিয়ারের মায়ের থেথলানো মৃত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে মালদা মানিকচকের শেখপুরা পূর্বপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়,মৃত মহিলার নাম বেবী বিবি(৪৫)।তার ছেলে সিভিক ভলেণ্টিয়ার রফিকুল ইসলাম শনিবার রাতে মানিকচক থানায় কর্তব্যরত অবস্থায় ছিলেন।রবিবার সকালে ডিউটি থেকে বাড়ি ফিরে মাকে ডাকাডাকি করলে দরজা না খুললে সন্দহ হয় ছেলের।খবর চাউর হতেই ভিড় জমাই স্থানীয়রা।বাড়ির মেন গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে দেখেন ঘরের ভিতরে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মৃতদেহ।তবে কে, কী কারণে খুন করলো বুঝে উঠতে পারছেন না পরিবার পরিজনেরা।
খবর পেয়ে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ বাহিনী।দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours