পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর রাতে বসিরহাটের হাড়োয়া থানার কামারগাতি এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতী ডাকাতির উদ্দেশে জড়ো হয়।পুলিশের কাছে গোপন সূত্রে খবর গেলে হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পা মিত্রের নেতৃত্বে বাহিনী ওই এলাকায় পৌঁছয়।পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। পুলিশ তাড়া করে তাদের ধরে ফেলে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি গুলিভর্তি রিভলবার-সহ পাঁচটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ধৃত দুই দুষ্কৃতী এবাদুল মোল্লার বাড়ি রাধানগরে ও অপর এক দুষ্কৃতী জয়ন্ত বসুর বাড়ি ব্রাহ্মণচক গ্রামে। এই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে বসিরহাট পুলিশ জেলার একাধিক থানা অভিযোগ রয়েছে। ধৃতদের বিরুদ্ধে ডাকাতি, রাহাজানি ও সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার একাধিক অভিযোগ রয়েছে। ধৃত দুই দুষ্কৃতীকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত দুই দুষ্কৃতী।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে বসিরহাটের হাড়োয়া থানার কামারগাতি এলাকায়।ধৃত দুই দুষ্কৃতীর নাম এবাদুল মোল্লা ও জয়ন্ত বসু। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে গুলিভর্তি রিভলবার, তাজা বোমা।
Post A Comment:
0 comments so far,add yours