লিপিকার ‘ধনুক ভাঙা পণে’ জল ঢাললেন ফিরহাদ, খুশি এলাকাবাসীরা
এই বয়সেও রেহাই নেই! ৭৬-এর লালুকে নিয়োগ-দুর্নীতি মামলায় তলব ইডির
সুনীতাদের ফেরাতে বড় ভূমিকা মাস্কের, স্পেসএক্সের কর্ণধারকে ধন্যবাদ ২ মহাকাশচারীর
হার মানবে বন্দে ভারত, এভাবেই লুপের ভিতর দিয়ে হাইস্পিডে পৌঁছে যাবেন, ভিডিয়ো প্রকাশ রেলমন্ত্রীর
শিয়ালদহ ডিভিশনের নতুন পদক্ষেপে বাঁচবে সময়, কমছে খরচ
গত ২০২১সালের এর ৩ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘোড়ামারা দ্বীপের কাছে বাংলাদেশি বার্জ ডুবে গেছিলো সেই সময় ওই বার্জ ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ রায় নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ওই ঘটনাস্থলে পৌঁছে ওই বার্জে থাকা ১জন ভারতীয় সহ ১২ জন বাংলাদেশিকে উদ্ধার করে সাগর থানার পুলিশ এরপর তাদেরকে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতলে নিয়ে যায় সাগর থানার পুলিশ।
সেখানে যাদের চিকিৎসা করার পর ওই বার্জে থাকা একজন ভারতীয় কে বাড়িতে পৌঁছে দেয় সাগর থানার পুলিশ,এরপর বাংলাদেশ সরকারের কাছ থেকে পার্মিশন না পাওয়া পর্যন্ত সাগরের হরিণবাড়ির ফ্লাট সেন্টারের ওই ১২ জন বাংলাদেশিকে রাখা হয়, সেখানে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়।
এরপর ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে অবশেষে ৩ মাস ৩ দিন পর বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য বসিরহাটের কাছে বর্ডারে ওই ১২ জন বাংলাদেশিকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য নিয়ে যায় সুন্দরবন জেলার পুলিশ কর্মীরা
Post A Comment:
0 comments so far,add yours