আজ কাকদ্বীপ থানা এলাকায় পাথরপ্রতিমা রোডে গঙ্গাধরপুরের ঠিক আগেই বামুনের মোড় ও নায়কের মোড়ের মাঝে, P. H. E দপ্তরের এর সামনে মর্মান্তিক বাইক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর মোটরসাইকেল টি আনুমানিক ৮০ - ৯০ কি.মি. গতিতে ছিলো। একসাথে ২ টো বাইক পাঁচ জন আরোহী মদ্যপ অবস্থায় ছিলো। কারো মাথায় হেলমেট ছিলনা। একটি মোটরসাইকেলে ৩ জন ও ওপর একটিতে ২ জন ছিলো। তিনজন থাকা মোটরসাইকেলটি P. H. E দপ্তরের সামনে হঠাৎ রাস্তায় বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পোস্ট এ ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে আজ বিকেল ০৪:৫০ নাগাদ। ঘটনাস্থলেই মৃত ১ জন, ঘটনাস্থল থেকে হসপিটাল নিয়ে যাওয়ার পথে মৃত এক, গুরুতর আহত একজন।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours