শ্রেয়স লাকি চার্ম… IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?
রোহিতকেই দায়িত্ব নিতে হবে… হঠাৎ এ কথা কেন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
ভেঙ্কটেশের জায়গা নয় নিরাপদ, ক্যাপ্টেন রাহানের জমানায় KKR-এ বড় বদল!
লুকিয়ে লুকিয়ে সীমান্তে চলছিল ‘খেলা’, দেখা মাত্রই বাধা BSF-র! শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল বাংলাদেশি সেনা
দেশের প্রতিটি জওয়ানের মাথার উপরে উড়বে ড্রোন, যুদ্ধ জয়ে নয়া কৌশল ভারতের
আজ কাকদ্বীপ থানা এলাকায় পাথরপ্রতিমা রোডে গঙ্গাধরপুরের ঠিক আগেই বামুনের মোড় ও নায়কের মোড়ের মাঝে, P. H. E দপ্তরের এর সামনে মর্মান্তিক বাইক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর মোটরসাইকেল টি আনুমানিক ৮০ - ৯০ কি.মি. গতিতে ছিলো। একসাথে ২ টো বাইক পাঁচ জন আরোহী মদ্যপ অবস্থায় ছিলো। কারো মাথায় হেলমেট ছিলনা। একটি মোটরসাইকেলে ৩ জন ও ওপর একটিতে ২ জন ছিলো। তিনজন থাকা মোটরসাইকেলটি P. H. E দপ্তরের সামনে হঠাৎ রাস্তায় বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পোস্ট এ ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে আজ বিকেল ০৪:৫০ নাগাদ। ঘটনাস্থলেই মৃত ১ জন, ঘটনাস্থল থেকে হসপিটাল নিয়ে যাওয়ার পথে মৃত এক, গুরুতর আহত একজন।
Post A Comment:
0 comments so far,add yours