কৌশিক অধিকারীঃ বহরমপুরঃ বর্তমানে শিশু শৈশব মন, তাই খেলা ছিল প্রান। আর সেই খেলা কেড়ে নিল শৈশবকে। বাড়ির ছাগল বাঁধা দড়ি নিয়ে খেলার সময় গলায় ফাঁস লেগে মৃত্যু হল এক কিশোরের। আজকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার সৌয়দপাড়া গ্রামে।পুলিশ জানিয়েছে মৃত বছর এগারোর ওই কিশোরের নাম ফিরদৌস সেখ। ঘটনায় চাঞ্চল্য শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গ্রামে। খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ দেহ উদ্ধার করে বড়ঞা গ্রামীন হাসপাতালে নিয়ে এলে চিকিত্‍সকেরা তাকে মৃত বলে জানিয়েছেন। বড়ঞা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠানোর ব্যাবস্থা শুরু করেছে পুলিশ।

পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে।পরিবারের সদস্য ফিরৈজা বিবি জানিয়েছেন, আজকে দুপুরে খেলা করছিল। তখন হঠাত্‍ই ছাগল বাঁধার দড়ি দিয়ে গলায় ফাঁস লেগে যায়। আমাদের বিষয়টি নজরে এলে তড়িঘড়ি বড়ঞা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। তবে পরিবারের কিশোরের খেলা করতে গিয়ে এই মর্মান্তিক মৃত্যু পর শোকের ছায়া নেমে এসেছে গোটা সৈয়দপাড়া গ্রাম জুড়ে। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তার পুনাঙ্গ তদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্টের পর তদন্ত খতিয়ে দেখা হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours