শ্যালকের বিয়ে। তাই কাজ থেকে কিছুদিনের ছুটি চেয়েছিলেন। কিন্তু উত্তরপ্রদেশের রেলকর্মী রমেশ সিংয়ের সেই ছুটির আবেদন মঞ্জুর করেনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। হতাশায় চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। রেললাইনের উপর শুয়ে ২৭ বছরের রেলকর্মী রমেশ আত্মহত্যা করেছেন কানপুরের পনকী স্টেশনে।নিজেই সেই ঘটনার ভিডিও করেছেন। ভ্যালেন্টাইন্স ডে'র দিন মোবাইলের ভিডিও রেকর্ডিং অন করেই মৃত্যুর মুখে শুয়েছেন তিনি। দেহের উপর দিয়েই রুদ্ধশ্বাসে চলে গেছে ট্রেন। ট্রেনের চাকার তলায় কোমর থেকে বাকি দেহ কেটে আলাদা হয়ে যায় রমেশের। ওই অবস্থাতেই শেষবারের মতো নিজের মৃত্যুর কারণটুকু বলে যান তিনি। শেষ সময়ে কেঁদেও ফেলেন, চোখ ভিজে আসে তাঁর। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে রমেশের পরিবারে। ২ মিনিটের সেই ভিডিও নেটমাধ্যমে ছড়িয়েও পড়ে। জানা গেছে রমেশ উত্তরপ্রদেশের ফতেপুর জেলার ভাটপূর্ব গ্রামের বাসিন্দা। আগামী ১৯ ফেব্রুয়ারি তাঁর শ্যালকের বিয়ে, সেখানেই তাঁর যাওয়ার কথা ছিল, তাই ছুটি চেয়েছিলেন। কিন্তু ছুটি না পেয়ে এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন। বাড়িতে বউ ছাড়াও রমেশের এক ৪ বছরের ছোট ছেলে আছে। ২০১৫ সালে রেলের চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours