টিউশন থেকে বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। নোয়াপাড়া থানার গারুলিয়ার লালচক এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গারুলিয়া হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী তার খুড়তুতো বোনের সঙ্গে প্রতিদিনের মতো টিউশন পড়তে গিয়েছিল মঙ্গলবার বিকেল পাঁচটায়।টিউশন শেষে ওইদিন সন্ধে ৭-১৫ নাগাদ গারুলিয়া মাদল ডাঙা রোডের বাই লেনে বাড়িতে ফিরছিল।
অভিযোগ, লালচক মোড়ের কাছ থেকে ওই ছাত্রীর হাত ধরে টেনে স্থানীয় যুবক পেশায় ভ্যান চালক চিনা টোটোতে চাপিয়ে অন্যত্র তুলে নিয়ে যায়। সঙ্গে থাকা ছাত্রীর বোন কিছুটা পিছু নেয়। কিন্তু রাস্তাঘাট নির্জন থাকায় সে বাড়ি ফিরে এসে ঘটনাটি সকলকে জানায়। বুধবার নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Post A Comment:
0 comments so far,add yours