রাজ্যে শীতের আমেজ বজায় রয়েছে এখনও। তবে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মূলত আকাশ পরিষ্কার থাকবে। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। শীতল হাওয়া আগের মত আর বইবে না।আবার উল্টোদিকে আপাতত রাজ্যে বৃষ্টিপাত এর কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্য থেকে বিদায় নেবে শীত।আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ‍্যে ধীরে ধীরে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে স্বাভাবিক এর কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে রাতের তাপমাত্রা ৪,৫ দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। বুধবার কলকাতা এবং তার আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকবে। তবে আর জাঁকিয়ে শীত পড়বে না। আবার অন্যদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours