কেলেঙ্কারি কাণ্ড! গ্রুপ চ্যাট থেকে ফাঁস হামলার পরিকল্পনা, কোথায় মুখ লুকোবেন ট্রাম্প?
রাতারাতি ‘ভিলেন’! ট্রাম্পের জন্যই হুড়মুড়িয়ে পড়ছে TATA-র এই শেয়ার
‘গদি ছাড়ুন না হলে সেনা নিজের হাতে ক্ষমতা তুলে নেবে’, সেনাপ্রধানকে চিঠি পাঠিয়ে ‘আল্টিমেটাম’ অন্যান্য কর্তাদের
ইউনূসকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর, মনে করালেন ভুলতে বসা ‘মুক্তিযুদ্ধে’র কথা
সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর শোনাল সুপ্রিম কোর্ট
ভাঙড়, 16 ফেব্রুয়ারি : ভ্যালেন্টাইন্স ডে-র দিন স্ত্রী মৃত্যু কামনা করেছিলেন । তাই ভালোবাসার প্রমাণ দিতে আত্মঘাতী হলেন যুবক (Husband commits suicide on Valentines Day in Bhangar South 24 Parganas) ।ভালোবাসা দিবসে কোথাও চলেছে আবেদন-নিবেদন, কোথাও আবার গ্রহণ পর্ব । এই দিনটিতে প্রত্যেক প্রেমিক-প্রেমিকারা হাতে লাল টাটকা গোলাপ আর বিভিন্ন উপহার দিয়ে দিনটি পালন করেন । তবে ভালোবাসার দিনেই ঘটে গেল মর্মান্তিক অঘটন । ভাঙড়ের কাশীপুর থানার পোলেরহাট ঘোষপাড়া এলাকার ঘটনা । মৃত যুবকের নাম রাজা ঘোষ ।
পরিবার সূত্রে খবর, দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর মন্দিরা ঘোষের সঙ্গে বিয়ে করেন রাজা । অভিযোগ, কিন্তু বিয়ের এক বছরের মধ্যেই স্ত্রীর সঙ্গে অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় । এনিয়ে সংসারে অশান্তি শুরু হয় । নিজেরাই ঠিক করেন দু'জন আলাদা হয়ে যাবেন ।সেই মতো সালিশি সভা ডেকে দুই পরিবারের সম্মতিতে আলাদা হয়ে গিয়েছিলেন স্বামী-স্ত্রী । কিন্তু তারপরও দু'জন নিয়মিত কথা বলতেন । একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন । রাজার পরিবারের দাবি, মন্দিরার ভালোবাসাতে অন্ধ ছিল রাজা । সোমবার সকালেও মন্দিরার সঙ্গে ঝামেলা হয় । সেই সময় মন্দিরা নাকি রাজাকে জানিয়েছিলেন, রাজা মারা গেলে তাঁর মৃতদেহে গোলাপ দিতে আসবেন মন্দিরা । আর মন্দিরার সেই কথা রাখতে আত্মহত্যা করেছেন রাজা ।
রাজার মা বলেন, "আমার ছেলের আর ওই মেয়টির সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল । কিন্তু বিয়ের এক বছরের মধ্যে মেয়েটির অন্য কাউক ভালো লাগে । একাধিকবার সল্টলেকেও অন্য ছেলের সঙ্গে ঘুরতে দেখা যায় । ওদের ডিভোর্সের মামলা চলছিল ।" তিনি জানান, মামলা চললেও একে অপরের সঙ্গে দেখা করত দম্পতি ।
ইতিমধ্যে কাশীপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার পর রাজার পরিবারের সদস্যরা মন্দিরার শাস্তি চেয়ে থানায় অভিযোগ করেছে । কাশীপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
Post A Comment:
0 comments so far,add yours