বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে সাপের ছোবলে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মালবাজারের মাল ব্লকের মিনগ্নাস চা বাগানে। মৃত যুবকের নাম সোমা মুন্ডা। বয়স আঠাশ বছর।
জানা গিয়েছে, ওই যুবক বৃহস্পতিবার রাতে নিজের বিয়ের নিমন্ত্রণ করতে চা বাগানের ভাদে লাইনে গিয়েছিলেন। রাত ৮টা নাগাদ একটি বিষাক্ত সাপ তাঁর হাতে ছোবল মারে।রাতেই স্থানীয়দের তত্পরতায় ওই যুবককে মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয়।হাসপাতালেই চিকিত্সা চলছিল তাঁর। রাত তিনটে নাগাদ সব শেষ। যমে-মানুষে টানাটানির জেরে মৃত্যু হয় ওই যুবকের।মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে।রাতেই মালবাজার বনদপ্তরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে। চা বাগানের শ্রমিক মহল্লা থেকে উদ্ধার করা হয় সাপটিকে। জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে তাকে।
Post A Comment:
0 comments so far,add yours