স্বামীর থেকে দামি ফোন নিয়ে রং মিস্ত্রির সাথে পালিয়ে গেলেন স্ত্রী।ঘটনাটি ঘটেছে চঁচুড়া রবীন্দ্রনগর কালিতলায়।
জানা গিয়েছে, চঁচুড়া রবীন্দ্রনগর কালিতলার বাসিন্দা নিতাই দে। তার সাথে স্ত্রী সুমীর সঙ্গে চোদ্দ বছর আগে বিবাহ হয়। নিতাই ও সুমীর একটি ছেলে ও মেয়ে রয়েছে। মেয়ে মৌসুমীর বয়স পাঁচ আর ছেলে শুভমের বয়স বারো।বিয়ের প্রথম-প্রথম ভালোই কাটছিল তাদের।
কিন্তু বছর দুই আগে বাড়ির সামনে একটি ওয়েল্ডিং এর দোকানে কাজ করত বাপি বড়াল নামে এক যুবক। অভিযোগ, তাঁর সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুমীর। এবার তাঁদের প্রেমের কথা জানাজানি হতেই অশান্তি শুরু হয় বাড়িতে। এরপর কয়েকদিন কেটে যাওয়ার পর সুমী স্বামীর কাছে বায়না করে ফোন কিনে দিতে হবে। কিন্তু মোবাইল কিনে দেওয়ার পরই দেখা যায় বেশির ভাগ সময় ফোনে কথা বলছে। হঠাত্ ১৪ ই ফেব্রুয়ারি প্রেম দিবসের দিন মেয়েকে পড়াতে নিয়ে যাওয়ার নাম করে বের হন তিনি এরপর আর বাড়ি ফেরেননি।
Post A Comment:
0 comments so far,add yours