ফসলের খেতে হানা দেওয়ার সময় কুয়োতে পড়ে গেল আস্ত হাতি। তার আর্তনাদে মুখর হয়ে উঠেছে চারপাশ। হাতিটিকে কুয়ো থেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বন দফতর। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের লালগড় রেঞ্জের পাটাঝরিয়া এলাকায়। সেখানেই ফসলের খেতে যাওয়ার সময় কুয়োর মধ্যে পড়ে যায় সেই হাতিটি।কুয়ো থেকে উপরে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে সে। সেই সঙ্গে চলে কাতর আর্তনাদ। স্থানীয় সূত্রের খবর, লালগড়ের মহিশডোবার জঙ্গলে সদ্যোজাত একটি শাবককে ঘিরে রেখেছিল ৮০-৮৫টি হাতির দল। অনেক চেষ্টা করেও তাদের নড়ানো যায়নি সেখান থেকে। পাক্কা একদিন এভাবেই পার হয়ে যায়। তারপর হাতিগুলি সেই জঙ্গল থেকে অন্যত্র যাওয়ার জন্য উদ্যোগী হয়। কিন্তু পাশের জমিতে খাবারের খোঁজে নামতেই এই বিপত্তি। কুয়োয় হাতি পড়ে যাওয়ার ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায়। খবর দেওয়া হয়েছে বন দফতরকে। বনকর্মীরা এসে কুয়ো থেকে হাতিটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours