বিয়েবাড়ি যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনায় রাজস্থানে (Rajasthan) বরযাত্রীর গাড়ি চম্বল নদীতে পড়ে মৃত্যু হল বর-সহ ৯ জনের। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার নয়াপুর থানায় চম্বলের ছোটি পুলিয়া এলাকায়।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের কর্মীরা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।

জানা গিয়েছে, একটি ক্রেনের সাহায্যে গাড়িটি জল থেকে তোলা হয়েছে। দেহগুলিও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, উজ্জ্বয়নে বিয়ের জন্য যাচ্ছিল গাড়িটি। কিন্তু আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীর জলে পড়ে যায়।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট টুইট করে শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, 'কোটায় বরযাত্রীদের একটি গাড়ি চম্বল নদীতে পরে যাওয়ায় বর-সহ ৯ জনের মৃত্যুর যে ঘটনা ঘটেছে তা অত্যন্থ দুঃখজনক ও মর্মান্তিক। আমি জেলাশাসককে ফোন করে বিস্তারিত খোঁজখবর নিয়েছি। নিহতদের পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই। ঈশ্বর তাঁদের এই আঘাত সহ্য করার শক্তিএবং মৃতদের আত্মাকে শান্তি দিন।'



  • রাজস্থানে বরযাত্রীর গাড়ি চম্বল নদীতে পড়ে মৃত্যু হল বর-সহ ৯ জনের।
  • ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার নয়াপুর থানায় চম্বলের ছোটি পুলিয়া এলাকায়।
  • একটি ক্রেনের সাহায্যে গাড়িটি জল থেকে তোলা হয়েছে।

  •   সমস্ত তথ্য সংগ্রহ -সংবাদ প্রতিদিন 



    Share To:

    kakdwip.com

    Post A Comment:

    0 comments so far,add yours