স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার দুপুরে মোবাইল চার্জে বসিয়ে ঘুমোচ্ছিলেন শম্পা (Mobile Phone Explosion )।সে সময়েই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে মোবাইলে। গুরুতর আহত অবস্থায় চিত্কার করতে থাকেন শম্পা। তাঁর আর্ত চিত্কারে ছুটে আসেন পরিবারের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় শম্পাকে। প্রথমে তাঁকে কুল্পি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানান্তরিত করা হয় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে। একদিন লড়াই করার পর সেখানেই মঙ্গলবার মৃত্যু হয় দগ্ধ শম্পার।এই ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তবে কী কারণে মোবাইল ব্লাস্ট করল, সে কারণ এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে মোবাইলে বিস্ফোরণের কারণেই মৃত্যু হয়েছে গৃহবধূ শম্পার। তাঁর অপমৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে কুল্পি থানার পুলিশ।
(প্রতিবেদন-আনিসুদ্দিন মোল্লা)
Post A Comment:
0 comments so far,add yours