প্রেমের জালে ফাঁসিয়ে গোপন ভিডিও তুলে এক ব্যক্তিকে ব্ল্যাকমেইল (Blackmail) করার অভিযোগ উঠল মা ও মেয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর (Narendrapur) থানা এলাকার মিশনপল্লিতে। এই ঘটনায় মা ও মেয়েকে গ্রেফতার (Arrest) করেছে নরেন্দ্রপুর থানার পুলিস।অভিযোগ, ফেসবুকে (Facebook) মহালক্ষ্মী মুখার্জি নামে ওই মহিলা ব্যারাকপুরের বাসিন্দা ৬০ বছরের এক ব্যক্তির সাথে প্রথমে আলাপ জমান। তারপর 'ঘনিষ্ঠ' সম্পর্ক তৈরি করেন। এরপর পরিবারের সবার সঙ্গে আলাপ পরিচয় করানোর অছিলায় তাঁকে নিজের বাড়িতে ডাকেন। সেইসময় তাঁদের 'অন্তরঙ্গ' মুহূর্তের ভিডিও (Video) তুলে নেন অভিযুক্ত মহালক্ষ্মী মুখার্জির মেয়ে সুচেতা মুখার্জি। গোপনে সেই ভিডিও রেকর্ড করেন বলে অভিযোগ। আরও অভিযোগ, তারপর সেই ভিডিও দেখিয়েই শুরু হয় ব্ল্যাকমেইল করা।

ব্যারাকপুরের বাসিন্দা ওই ব্যক্তির অভিযোগ, ভিডিও দেখিয়ে তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করা হয়। তার মধ্যে ২ লাখ টাকা তিনি দিয়ে দেন। কিন্তু তারপরেও ফের টাকা চাওয়া হয় তাঁর কাছে। এরপরই ছেলেকে সব কথা খুলে বলেন তিনি। তারপর ছেলের পরামর্শে পুলিসের দারস্থ হন। এই ঘটনায় মঙ্গলবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। ঘটনার তদন্তে নেমে আজ মা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিস। আজই ধৃতদের আদালতে পেশ করা হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours