পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী প্রতিদিনই রাত ৯টার রানাঘাট থেকে বনগাঁগামী ট্রেনের মহিলা কামড়ায় জিআরপির থাকার কথা থাকলেও গত শুক্রবার রাতে একেবারে অন্যছবি ধরা পড়েছিল সেই লোকাল ট্রেনে। যারফলে রীতিমতো বিতর্কের পরিস্থিতি দেখা দেয় সর্বত্র। যারফলে এবার ট্রেনের মহিলা যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার স্বার্থে নয়া উদ্যোগ নিল পূর্ব রেল কর্তৃপক্ষ।সেইমতো এবার থেকে আর জিআরপি নয় বরং রাতের দিকের ট্রেনের মহিলা কামড়া গুলিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নিয়োগ করা হবে আরপিএফ। এই নিয়ে গতকাল বিশেষ বৈঠকের পর পূর্ব রেলের আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, গত শুক্রবারের ঘটনা যথেষ্ট চিন্তাদায়ক। তাই এই পরিস্থিতিতে আমাদের তরফথেকে ঠিক করা হয়েছে যে এবার থেকে আরপিএফ কে রাখা হবে লোকাল ট্রেনের সর্বত্র। কারণ শুধুমাত্র জিআরপির ওপরে পুরোপুরি ভরসা রাখা সম্ভব নয়।
এবার থেকে ট্রেনে থাকবে RPF, ঘোষণা রেলের
এবার থেকে ট্রেনে থাকবে RPF, নয়া সিদ্ধান্ত পূর্ব রেলের
এই প্রসঙ্গে রেলের তরফ থেকে বলা হয়, ভারতীয় রেলের সম্পত্তি বজায় রাখার পাশাপাশি সকল যাত্রীদের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও জিআরপির মতো সমান গুরুত্ব রাখে আরপিএফ। তবে গত শুক্রবার রাতের ঘটনা নিয়ে স্তম্ভিত সকলেই। তাই এবার থেকে বাড়তি সচেতনতার দরুন আরপিএফের মাধ্যমে ট্রেনের মহিলা যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার এই পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours