ছোটবেলা থেকেই কীভাবে স্বামী বিবেকানন্দকে ভালবেসে ফেললেন, জানালেন মোদী
গোটা বিশ্বে RSS-এর থেকে বড় কোনও স্বয়ংসেবক সংঘ নেই, ওরা আমাকে জীবনের উদ্দেশ্যে বুঝিয়েছে: মোদী
এক হাতে মেরেছিল ছোবল, আর এক হাতে সেই সাপকেই ধরে নিয়ে হাসপাতালে হাজির বৃদ্ধ
মদ-মাংস বিক্রি করছে…’, কেদারনাথকে ‘অপবিত্র’ করার অভিযোগ তুলে অহিন্দুদের প্রবেশ বন্ধের দাবি BJP বিধায়কের
অকশনে অবিক্রিত, আইপিএলে দরজা খুলছে ভারতীয় অলরাউন্ডারের!
পিংলায় বিদ্যুত্ দপ্তরের কর্মী সেজে টাকা তোলার অভিযোগে গ্রেফতার locaতিন যুবক। ধৃত যুবকদের বাড়ী পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানা এলাকায়। পিংলা ব্লকের জলচক এলাকায় বিদ্যুত্ দপ্তরের কর্মী সেজে এলাকার যে সমস্ত বাড়ীতে পাম্প,মিনি, সহ বৈদ্যুতিক যন্ত্রাংশ রয়েছে তাদেরকে প্রচুর টাকা ফাইন করা হবে বলে চমকাতে থাকে।
এলাকায় কয়েকজনের সন্দেহ হয়। আর তারপরেই গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। পরে পিংলা বিদ্যুত্ দপ্তরের স্টেশন ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে পিংলা থানার পুলিশ গিয়ে আনন্দ দাশগুপ্ত, অপূর্ব মন্ডল, শেখর মান্না নামে তিন যুবককে গতকাল বিকেলে গ্রেফতার করে।তাদের কাছ থেকে কিছু টাকা উদ্ধার করা হয়েছে। আজ অর্থাত্ বৃহস্পতিবার তাদের মেদিনীপুর আদালতে তোলা হবে এমনটাই পুলিশ সূত্রে খবর।
Post A Comment:
0 comments so far,add yours