ভারতের ‘মিনি ব্রাজিল’, মারাদোনা-মেসি; ফুটবল বন্দনায় প্রধানমন্ত্রী মোদী
গুজরাট হিংসার পিছনে কী কারণ? মুখ খুললেন মোদী
সমস্যায় পড়লে কী করা দরকার? যুব সমাজকে বড় পরামর্শ মোদীর
ট্রাম্পের সঙ্গে এত ভাল সম্পর্কের রসায়ন কী? ‘আমেরিকা প্রথম’ নীতি নিয়েও মুখ খুললেন মোদী
সাদা মনে কাদা নেই’, সুদীপের ‘অসুস্থতা’ নিয়ে বললেন কুণাল, জবাব দিলেন নয়না
পিংলায় বিদ্যুত্ দপ্তরের কর্মী সেজে টাকা তোলার অভিযোগে গ্রেফতার locaতিন যুবক। ধৃত যুবকদের বাড়ী পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানা এলাকায়। পিংলা ব্লকের জলচক এলাকায় বিদ্যুত্ দপ্তরের কর্মী সেজে এলাকার যে সমস্ত বাড়ীতে পাম্প,মিনি, সহ বৈদ্যুতিক যন্ত্রাংশ রয়েছে তাদেরকে প্রচুর টাকা ফাইন করা হবে বলে চমকাতে থাকে।
এলাকায় কয়েকজনের সন্দেহ হয়। আর তারপরেই গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। পরে পিংলা বিদ্যুত্ দপ্তরের স্টেশন ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে পিংলা থানার পুলিশ গিয়ে আনন্দ দাশগুপ্ত, অপূর্ব মন্ডল, শেখর মান্না নামে তিন যুবককে গতকাল বিকেলে গ্রেফতার করে।তাদের কাছ থেকে কিছু টাকা উদ্ধার করা হয়েছে। আজ অর্থাত্ বৃহস্পতিবার তাদের মেদিনীপুর আদালতে তোলা হবে এমনটাই পুলিশ সূত্রে খবর।
Post A Comment:
0 comments so far,add yours