নিজের স্ত্রীকে ধারার অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী
ক্ষতিপূরণ চাই না, স্থায়ী BSF ক্যাম্প চাই’, তৃণমূলের প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জাফরাবাদে মৃত চন্দনের দিদি
মুখ দেখাদেখিও বন্ধ ছিল, ২০ বছর পর ‘ভাব’ হচ্ছে উদ্ধব ও রাজ ঠাকরের? মহারাষ্ট্রে রাজনীতিতে জোর জল্পনা
গদি নিয়ে এত ভয় ইউনূসের! হাসিনার বিরুদ্ধে বড় পদক্ষেপের আর্জি ঢাকার
মাতৃভূমি লোকাল নিয়ে নেওয়া হল সিদ্ধান্ত, খুব শীঘ্রই আসছে বড় পরিবর্তন
এদিন নবান্ন থেকে রাজ্যে নয়া কোভিডবিধি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল-কলেজ। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফের খুলছে স্কুল। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত চলবে 'পাড়ায় শিক্ষালয়'।সুইমিং পুলেও ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, খুলছে পর্যটন কেন্দ্রও। রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। রাস্তার মিটিং মিছিলে সর্বাধিক ২০০ জনের বিধিনিষেধ জারি থাকবে। অডিটোরিয়াম, রেস্তোরাঁ, পানশালায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। সিনেমা হলেও ৭৫ শতাংশ পর্যন্ত দর্শকে ছাড় দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
৭৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিসে কাজ চালানো যাবে বলেও জানানো হয়েছে। এবার থেকে সপ্তাহে ৭ দিনই মুম্বই, দিল্লি উড়ান চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বেঙ্গালুরু-কলকাতা উড়ানে বহাল আগের কড়াকড়ি থাকছে। লন্ডন-কলকাতার উড়ানেও উঠল কড়াকড়ি, তবে বাধ্যতামূলক আরটিপিসিআর টেস্ট। বজায় থাকছে রাত ১১ থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ।
Post A Comment:
0 comments so far,add yours