অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মেট্রোয় (Kolkata Metro) ফের চালু হচ্ছে টোকেন পরিষেবা (Token Service)। কাল থেকে ফের টোকেন চালু হচ্ছে মেট্রোয়(Kolkata Metro)। করোনা সংক্রমণ (Covid Case) বৃদ্ধি পাওয়ায় বন্ধ ছিল টোকেন। ১ ফেব্রুয়ারি থেকে কাউন্টার থেকেই মিলবে টোকেন।করোনাকালে বিধিনিষেধে ছাড়ের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার (West Bengal Government)। ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে নয়া নিয়ম। বিধিনিষেধ শিথিল হতেই টোকেন চালু করার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এর আগে ৩ জানুয়ারি থেকে টোকেন পরিষেবা বন্ধ ছিল কলকাতা মেট্রোয়। যাতায়াত করতে হয়েছে স্মার্টকার্ডেই। করোনার প্রকোপ কমতেই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ফের মেট্রোয় টোকেন পরিষেবা চালু করছে কর্তৃপক্ষ। পাশাপাশি স্মার্টকার্ডেও করা যাবে যাতায়াত।

এদিন নবান্ন থেকে রাজ্যে নয়া কোভিডবিধি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল-কলেজ। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফের খুলছে স্কুল। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত চলবে 'পাড়ায় শিক্ষালয়'।সুইমিং পুলেও ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, খুলছে পর্যটন কেন্দ্রও। রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। রাস্তার মিটিং মিছিলে সর্বাধিক ২০০ জনের বিধিনিষেধ জারি থাকবে। অডিটোরিয়াম, রেস্তোরাঁ, পানশালায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। সিনেমা হলেও ৭৫ শতাংশ পর্যন্ত দর্শকে ছাড় দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

৭৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিসে কাজ চালানো যাবে বলেও জানানো হয়েছে। এবার থেকে সপ্তাহে ৭ দিনই মুম্বই, দিল্লি উড়ান চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বেঙ্গালুরু-কলকাতা উড়ানে বহাল আগের কড়াকড়ি থাকছে। লন্ডন-কলকাতার উড়ানেও উঠল কড়াকড়ি, তবে বাধ্যতামূলক আরটিপিসিআর টেস্ট। বজায় থাকছে রাত ১১ থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours