মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা শহরে, সোজা পুলিশ কিয়স্কে ঢুকে গেল ডাম্পার
সোমের অন্ধকার চিরে মাথা তুলল শেয়ার বাজার, বিনিয়োগকারীদের জোগাল ‘ঘুরে দাঁড়ানোর’ আশা
প্রতিদিন কেমো নিয়ে শরীর ঝিমঝিম করে, ‘স্বেচ্ছাশ্রম’ নয়, মমতার কাছে ‘স্বেচ্ছামৃত্যু’র আবেদন করতে চান চাকরিহারা শিক্ষক
ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্বর্ণপদক পেয়েছিলেন, চাকরিহারা শিক্ষিকার আশঙ্কা, ‘রাজনীতির গভীর জালে ফেঁসে যাচ্ছি না তো!’
হার্ডডিস্কের মধ্যেই লুকিয়ে আসল ‘প্রাণ ভ্রমরা’? বারবার বলছেন অভিজিৎ
যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, ট্রাক্টরটির পিছনের অংশ দুমড়ে গিয়েছে উল্টে যাওয়ার কারণে। আর দুর্ঘটনাস্থলে চাক চাক রক্ত পড়ে রয়েছে। মৃত বিমানকর্মী সঞ্জিত রায়কে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময়েই তাঁর কান ও নাক দিয়ে রক্ত বেরোতে দেখা যাচ্ছিল। দ্রুত তাঁকে ভিআইপির ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। হাসপাতালের চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির।
উল্লেখ্য, বিভিন্ন বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফদের মধ্যে অন্যতম হলেন এই ট্রাক্টর চালকরা। বিমানগুলির যাত্রীদের ব্যাগ ও অন্যান্য সামগ্রী এই ট্রাক্টরের মাধ্যমেই বিমান পর্যন্ত পৌঁছে দেওয়া হয় এবং বিমান থেকে নামিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা হয়। তবে দুর্ঘটনায় মৃত এই ব্যক্তির বাড়ি কোথায়, তা এখনও জানা যায়নি। বিমান বন্দর কর্তৃপক্ষের তরফেও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি।
Post A Comment:
0 comments so far,add yours