ডন-সহ পাকিস্তানের অন্য সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভিড় এলাকা লাহোরি গেটের কাছে বিস্ফোরণটি ঘটে এদিন।
এদিকে পাক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার বোমা বিস্ফোরণের ঘটনার কথা জানতে পারা মাত্রা স্থানীয় পুলিশ প্রধানদের কাছে রিপোর্ট তলব করেছেন। আহতদের চিকিত্সার ব্যবস্থার নির্দেশ দিয়েছেন উসমান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের স্থানীয় মায়ো হাসপাতালে (Mayo Hospital ) ভরতি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত দুই মৃতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিকে ঘটনাস্থলে পৌঁছেছে লাহোর পুলিশের বোম্ব ডিসপোজাল স্কোয়াড। ওই এলাকায় আরও বোম্ব আছে কিনা তল্লাশি চালিয়ে দেখছে তারা। বিপদ এড়াতে এলাকা খালি করে দেওয়া হয়েছে। লাহোর পুলিশের ডিআইজি (DIG) জানিয়েছেন, প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে। আইইডি (IED) অথবা টাইম বোমা ব্যবহার করা হয়েছিল বিস্ফোরণ ঘটাতে।
প্রসঙ্গত, গত জুলাই মাসে পাকিস্তানের (Pakistan) একটি বাসে ভয়াবহ বিস্ফোরণ (Massive blast) ঘটে। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল অন্তত ১৩ জন যাত্রীর। IED বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। নিহত ১৩ জনের মধ্যে ৯ জন ছিলেন চিনা ইঞ্জিনিয়ার। দাসু বাঁধের নির্মাণকাজে কাজ করতে যাচ্ছিলেন তাঁরা।
চিনের ইঞ্জিনিয়াররা দাসু হাইড্রো ইলেকট্রিক প্রকল্পে বহু বছর ধরেই কাজ করছেন ওই এলাকায়। সেই কারণে তাঁদের ও পাকিস্তানি নির্মাণকর্মীদের আসা যাওয়া লেগেই থাকত এলাকায়। সেই পথেই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ।
তথ্য সংগ্রহ -সংবাদ প্রতিদিন
Post A Comment:
0 comments so far,add yours