চাকরি বাতিলের সুপ্রিম নির্দেশের পরই তড়িঘড়ি অ্যাকশনে নবান্ন! কোন বড় পদক্ষেপ?
শিক্ষামন্ত্রীকে নবান্নে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী, সুপ্রিম রায়ের পরই বড় পদক্ষেপ মমতার
চাইলে কেন্দ্রীয় সরকার বাহিনী মোতায়েন করতে পারে’, মোথাবাড়ি মামলায় কেন্দ্রের কাছেও রিপোর্ট তলব হাইকোর্টের
হাতে পার্থ-অর্পিতার সেই ছবি, বড় কথা বলে দিলেন সম্বিত পাত্র
‘অক্ষয়ের সাবধান হওয়া উচিত ছিল’, প্রিয়াঙ্কার সঙ্গে পরকীয়ার গুঞ্জন উঠতেই চরম সিদ্ধান্ত
প্রায় বহুবছর ধরে পাকাপুল থেকে রেলব্রিজ পর্যন্ত বনঘেরি খালের পাশে রাস্তার বেহাল দশা। ২০২২ এর সাগর মেলার ঠিক আগেই সারাইহলো রাস্তা। বহু মানুষের যাতায়াত এর জন্য যে অসুবিধা ঘটতো তার অবসান হলো।
পূর্বের যত নদীমাতৃক এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকার চাষ, জীবন জীবিকার সমস্ত সরঞ্জাম এই পথ দিয়েই নৌকো মাধ্যমে যায়, সমস্ত মুটে মজুর দের ও অনেক অসুবিধা হতো। দীর্ঘদিন পর সারাই হলো কাকদ্বীপ পাকাপুল থেকে রেলব্রিজ পর্যন্ত বনঘেরি রাস্তা।
Post A Comment:
0 comments so far,add yours