প্রায় বহুবছর ধরে পাকাপুল থেকে রেলব্রিজ পর্যন্ত বনঘেরি খালের পাশে রাস্তার বেহাল দশা। ২০২২ এর সাগর মেলার ঠিক আগেই সারাইহলো রাস্তা। বহু মানুষের যাতায়াত এর জন্য যে অসুবিধা ঘটতো তার অবসান হলো।
 পূর্বের যত নদীমাতৃক এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকার চাষ, জীবন জীবিকার সমস্ত সরঞ্জাম এই পথ দিয়েই নৌকো মাধ্যমে যায়, সমস্ত মুটে মজুর দের ও অনেক অসুবিধা হতো। দীর্ঘদিন পর সারাই হলো কাকদ্বীপ পাকাপুল থেকে রেলব্রিজ পর্যন্ত বনঘেরি রাস্তা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours