করোনা থামার নামই নেই। তৃতীয় ঢেউ এসে গেছে বলে অনেক আগেই বলেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে এর মধ্যেই হাইকোর্টের হস্তক্ষেপে মিলেছে গঙ্গাসাগরে ছাড়। বহু পুণ্যার্থী ইতিমধ্যেই মেলায় যাওয়ার জন্যে আসা শুরু করেছে। করোনা বিধি মেনে তবেই মেলা করতে হবে নির্দেশ দেওয়া হলেও, কতটা আদৌ সম্ভব তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।এরই মধ্যে মেলার জন্যে চিকিত্‍সক পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্যের পক্ষ থেকে। তবে সেখানেও রয়ে যাচ্ছে কাঁটা। অধিকাংশ চিকিত্‍সকই পজিটিভ। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে পিজিটিভ ১০০ জনের বেশি চিকিত্‍সক।

গঙ্গাসাগরে মানতে হবে কোভিড বিধি। মেলায় যাতে করোনার জন্যে চিকিত্‍সার ব্যবস্থা করা থাকে তাঁর জন্যে পর্যাপ্ত চিকিত্‍সককে সেখানে পাঠানোর কথা জানানো হয়েছিল রাজ্যের পক্ষ থেকে। তবে এই নির্দেশ কার্যত অসম্ভব হয়ে পড়ছে যত দিন যাচ্ছে। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ১০০ জোনের বেশি চিকিত্‍সক আক্রান্ত হয়েছেন ভাইরাসে। দক্ষিণ ২৪ পরগনার ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট পি উলাগনাথন জানিয়েছেন, "খুবই কঠিন হয়ে পড়ছে চিকিত্‍সকদের গঙ্গাসাগরে পাঠানো। অন্যদিকে, চিকিত্‍সকদের ছাড়া মেলা করানো অসম্ভব।" তিনি আরও জানিয়েছেন, "রাজ্য স্বাস্থ্য দফতরকে আমি অনুরোধ করেছি। তারা যেন চিকিত্‍সকের ব্যবস্থা করে নেয়। আমাদের পক্ষে চিকিত্‍সক পাঠানো কার্যত অসম্ভবই।" এতো চিকিত্‍সক পজিটিভ হয়ে যাওয়ায় কার্যত হাসপাতালে সাধারণ মানুষকে স্বাভাবিক পরিষেবা দেওয়াই চাপের হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের সিদ্ধান্ত কি হয় তাঁর দিকে নজর থাকবে।

KEY খবর 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours