খবর পেয়েই ঘটনাস্থলে আসে টেকনো সিটি থানার পুলিশ। এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। টেকনো সিটি থানার পুলিশ জানিয়েছে, মৃতের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় এখনও কাউকেই গ্রেফতার বা আটক করা হয়নি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
মিশনের (Ramkrishna Seva Mission) মহারাজ বলেন, 'সম্প্রতি মিশনের একটি চুরির ঘটনায় রোহিত ও আর এক জনের উপর আমাদের সন্দেহ ছিল। আমরা তা ওঁদের জানিয়েও ছিলাম। চুরির ঘটনার সঙ্গে ওঁরা জড়িত কি না, তাও সরাসরিই জানতে চেয়েছিলাম। তার মধ্যেই এই ঘটনা ঘটল।'
Post A Comment:
0 comments so far,add yours