হাজরা মোড়ে নানা দাবিতে বিক্ষোভ (protest) চলছিল। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata) কালীঘাটের বাড়ির (kalighat residence) দিকে এগোতে গিয়ে গ্রেফতার (arrest) হন কর্মশিক্ষা ও শারীর শিক্ষা পরীক্ষার্থীরা।চাকরির দাবিতে (job) তাদের বিক্ষোভ কর্মসূচি ছিল বৃহস্পতিবার। সকালে ধর্মতলা চত্বরে তাঁরা প্রথমে ধরনায় বসেন দাবি আদায়ের জন্য। সারাদিন কেটে যাওয়ার পর রাত ৯টা নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোনোর চেষ্টা করেন তাঁরা। পুলিশ তাঁদের গ্রেফতার করে। বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। অভিনব ব্যাপার হল, তাঁদের প্রত্যেকের হাতে বিষের বোতল ছিল। সেগুলিও পুলিশ কেড়ে নেয়। বিক্ষোভকারীদের মধ্যে একজন উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা। তিনি ধস্তাধস্তির মধ্যে জ্ঞান হারান। তাঁকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগেও একাধিকবার বিভিন্ন জেলার ডিএমদের কাছে তাঁরা চাকরির দাবিতে ডেপুটেশন দিয়েছেন, এমনকী স্বেচ্ছামৃত্যুর আবেদনও করেছেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। তবে তাতে কোনও সুরাহা না হওয়ায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। যদিও কঠোর পুলিশি নিরাপত্তা বলয়ের সামনে তাঁদের সেই কর্মসূচি সফল হয়নি।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours