লিপিকার ‘ধনুক ভাঙা পণে’ জল ঢাললেন ফিরহাদ, খুশি এলাকাবাসীরা
এই বয়সেও রেহাই নেই! ৭৬-এর লালুকে নিয়োগ-দুর্নীতি মামলায় তলব ইডির
সুনীতাদের ফেরাতে বড় ভূমিকা মাস্কের, স্পেসএক্সের কর্ণধারকে ধন্যবাদ ২ মহাকাশচারীর
হার মানবে বন্দে ভারত, এভাবেই লুপের ভিতর দিয়ে হাইস্পিডে পৌঁছে যাবেন, ভিডিয়ো প্রকাশ রেলমন্ত্রীর
শিয়ালদহ ডিভিশনের নতুন পদক্ষেপে বাঁচবে সময়, কমছে খরচ
বাঙালির রসনা তৃপ্তিকে রসদ যোগাতে বছরের প্রথম দিনে পিঠে পুলি উৎসব। শনিবার ২০২২ এর ইংরেজি বর্ষের প্রথম দিনে খাদ্য রসিক বাঙালির রসনাকে কিছুটা উৎসবমুখর করে তুলল নামখানার উত্তর শিবপুর মানব তীর্থ ক্লাব। শনিবার বিকেল থেকে পিঠেপুলির বিভিন্ন পদ নিয়ে ভোজনরসিক বাঙালির জিভে কিছুটা জল এনে দিল এই ক্লাব।
বছরের প্রথম দিনে নামখানার উত্তর শিবপুরের মানবতীর্থ ক্লাব ও পাঠাগার এর উদ্যোগে একটি পিঠেপুলি ও খাদ্য উৎসব অনুষ্ঠিত হলো। নতুন বছরে এই উৎসবের উদ্বোধন করেন গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালি। এলাকার মহিলারা শনিবার বিকেল থেকেই বিভিন্ন রকমের পিঠে সহ পায়েস বানানোর কাজে হাত লাগান। সন্ধ্যে সাতটা থেকে সেই সমস্ত বিভিন্ন পদের পিঠে ও পায়েস দেওয়া হয় উৎসবে আসা মানুষদের।এই পিঠে পুলি উৎসব দেখতে শনিবার ক্লাবের মাঠে মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। ক্লাবের পক্ষ থেকে এদিন প্রায় 2000 এর বেশি মানুষের পাতে তুলে দেওয়া হয় পিঠে ও পায়েস। এই উৎসবকে কেন্দ্র করে ক্লাবের মাঠে সন্ধ্যা থেকে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
Post A Comment:
0 comments so far,add yours