বুওরো রিপোর্ট কাকদ্বীপ.কম :কপালের নাম গোপাল! কারণ আবারও কোটিপতি হলেন এক মত্স্য ব্যবসায়ী। বলা ভালো, রাতারাতি কোটিপতি হলেন এক মত্স্য ব্যবসায়ী। আজ, শনিবার দীঘার এক মত্স্যজীবী রাতারাতি কোটিপতি হয়ে গেলেন শুধুমাত্র তেলিয়া ভোলার সৌজন্যে। প্রায় ১২১টি তেলিয়া ভোলা ধরা পড়েছে মা বিশ্বেশ্বরী ট্রলারে। যা নিলামে প্রায় কোটি টাকা ছাড়ায়।
মত্স্যজীবীদের সূত্রে খবর, এই তেলিয়া ভোলার পটকা খুবই উপযোগী। তাছাড়া এই মাছ থেকে ওষুধ তৈরি হয়। গভীর সমুদ্রে দলবদ্ধভাবে থাকে এই মাছ। পূর্ব ভারতের সব থেকে বৃহত্তম নোনা মাছের মত্স্য নিলাম কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনা। শনিবার সকালে দিঘা মোহনা আড়তে বিক্রি করার জন্য নিয়ে আসেন ওই মত্স্য ব্যবসায়ী। কলকাতার একটি ব্যবসায়ী নিলামে মাছগুলি কিনে নেন। বিক্রি হওয়ার মাছের বাজার মূল্য প্রায় দু'কোটি টাকা।
Post A Comment:
0 comments so far,add yours