জানা গিয়েছে, আলেকজান্ডার ও রোজরিং নামক ছোট-বড় মিলিয়ে মোট ৪৫ টি টিয়া পাখি উদ্ধার করা হয় এদিন।
জেলা বন দফতরের আধিকারিক জানান, বিভিন্ন বাজারে তারা বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে থাকে, সেই মর্মে আজ সকালে গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই গুমা হাটে অভিযান চালায় বন দফতরের আধিকারিকরা। সেখান থেকেই হাতেনাতে পাখিগুলো বিক্রি করতে দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে বা কীভাবে নিয়ে আসা হয়েছে, সে বিষয়গুলো তদন্ত করে দেখছেন বন দফতরের আধিকারিকরা।
আধিকারিক আরও জানান, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের সাথে আর কেউ জড়িত কিনা, সে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এই দেশী টিয়া পাখি বিক্রি ব্যবসার ক্ষেত্রে সাত বছর পর্যন্ত জেল হতে পারে বলে জানান জেলা বন আধিকারিক। সেইসঙ্গেই তিনি বলেন, এ বিষয়ে জনসচেতনতা চলছে, পাশাপাশি বাজারগুলোতে অভিযান চালাচ্ছে বন আধিকারিকেরা।
Post A Comment:
0 comments so far,add yours